দূর্গাপূজার উপলক্ষে হাজীগঞ্জে বাংলাদেশ ইয়ংষ্টার সোশ্যাল অর্গানাইজেশনের পোশাক বিতরণ
লোকনাথ সরকার (চাঁদপুর) হাজীগঞ্জ: চাঁদপুরের হাজীগঞ্জ দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ ইয়ংষ্টার সোশ্যাল অর্গানাইজেশনর আয়োজনে হাজীগঞ্জ উপজেলায় অসহায় বাচ্চাদের মাঝে পোশাক ও খাবার বিতরণ করা হয়।
চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক তনুশ্রী দে পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনন্দ সরকার অন্তুু, পান্থ মজুমদার, অনিক মজুমদার, তাপস সরকার, অনুশ্রী দে, ইতু আর্চায্য, নিলয়, শাওন, প্রিতম,তানভীর, ইভা, এসময় বাংলাদেশ ইয়ংষ্টার সোশ্যাল অর্গানাইজেশনের চাঁদপুর জেলায় শাখার সকল সদস্যরা অসহায় বাচ্চাদের মাঝে পূজার উপহার তুলে দেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত