মন্ডপে মন্ডপে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ
ময়মনসিংহ প্রতিনিধি: টানা তিন ব্যাপী দুর্গাপুজার মন্ডপে মন্ডপে গিয়ে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্ধ।
সোমবার (৩ অক্টোবর) থেকে নগরী ও সদর উপর জেলার প্রায় শতাধিক পুজামন্ডপ পরিদর্শন করে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন। বিসর্জনের দিন রাত পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের বিসর্জনের কাজে সহায়তা করেন দুই শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী।
সুত্র জানায়, সপ্তমীতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর ধর্মসভা দূর্গাবাড়ি, নাইন্স ক্লাব পূজা সংঘ, গোলপুকুরপাড় প্রাত-সংঘ, আঠারবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন।অষ্টমীতে নগরীর আমলাপাড়া পূজা মন্ডপ,অলকা নদী বাংলা পূজা মন্ডপ, বর্নালী সিটি সেন্টার পূজা মন্ডপ, নারী শক্তি শিববাড়ী, দশভুজা মন্দির, শাখারী পট্টি পূজা মন্ডপ, স্বদেশী বাজার পূজা মন্ডপ, যশোমাধব পূজা মন্ডপসহ প্রায় অর্ধশতাধিক মন্ডপ পরিদর্শন করেন।
নবমীতে শম্ভুগঞ্জ দুর্গাবাড়ি পূজা মন্ডপ, রঘুরামপুর মাঝিপাড়া লোকনাথ বাবার আশ্রম পূজা মন্ডপ, রঘুরামপুর পূর্বপাড়া সুতারবাড়ি পূজার মন্ডপ, রঘুরামপুর ঘোষপাড়া পূজার মন্ডপ, রঘুরামপুর মাঝিপাড়া শিব মন্দির পূজা মন্ডপসহ প্রায় অর্ধশতাধিক মন্ডপ পরিদর্শন করে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন।জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন’র নেতৃত্বে পরিদর্শনে অংশগ্রহণ করেন সহসভাপতি অমিত শাহা, জুয়েল রানা, ছাত্রলীগ নেতা এইচএম আপন, শাহরিয়ার হোসেন পাবেল, তাহসিন জুনায়েদ জয় আনোয়ার হোসেনসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল হচ্ছে সংবিধান। আমরা ময়মনসিংহ জেলা ছাত্রলীগ যে কোন অপশক্তিকে প্রতিহত করে সর্বদা প্রস্তুত আছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত