বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে যা বললেন কিউই অধিনায়ক
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে খানিক লড়াই করেছিল বাংলাদেশ। একটা সময় ম্যাচ বাংলাদেশের কথাই বলছিল।
কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে সেই লড়াইয়ের ছিটেফোঁটারও দেখা মেলেনি।
রোববার সকালে টসভাগ্য থেকে শুরু করে গোটা ম্যাচই ছিল স্বাগতিকদের দখলে। ন্যুনতম প্রতিরোধও গড়তে পারেনি সাকিবের দল।
ফলে ১৩ বল ও ৮ উইকেটে হাতে রেখেই জিতেছে নিউজিল্যান্ড।
এমন বড় ব্যবধানে জয়ের পরও বাংলাদেশের প্রশংসা ঝরল কিউই অধিনায়কের মুখে।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কেইন উইলিয়ামসন জানালেন, পাওয়ার প্লেতে দারুণ খেলেছে বাংলাদেশ। তবে পরে তাদের স্পিনাররা ম্যাচ নিয়ন্ত্রণে নিতে পারে ।
কিউই অধিনায়ক বললেন, ‘আমার মনে হয় পাওয়ারপ্লেতে বাংলাদেশ দারুণ খেলেছে। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং পাওয়ারপ্লের বাইরে স্পিন দিয়ে ম্যাচে ফিরেছি। আমাদের বোলাররা দারুণ প্রচেষ্টায় বাংলাদেশকে কম রানে বেধে রাখতে সক্ষম হয়েছে। স্পষ্টতই, পিচে বলের গতি না থাকায় খেলাটা কঠিন হয়েছিল। ইশ শোধি দীর্ঘ সময় ধরেই দলে দারুণ সব পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে। সে আমাদের একজন আক্রমণাত্মক ক্রিকেটার । সে তার ১০০ উইকেট নিয়েছে ইতোমধ্যে। আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে সে। আশা করছি আরও ম্যাচ জেতাকে ইশ।’
ইনজুরির বিষয়ে কিউই অধিনায়ক বলেন, ‘হ্যাঁ দলে ইনজুরির প্রবণতা রয়েছে সামান্য। এতে আমরা কিছুটা উদ্বিগ্ন ‘
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত