পুলিশের গাড়ি আটকে মোবাইল ও নগদ টাকা নিয়ে গেলো ছিনতাইকারী

| আপডেট :  ১৩ অক্টোবর ২০২২, ১২:১৫  | প্রকাশিত :  ১৩ অক্টোবর ২০২২, ১২:১৫

কাজ শেষে ঢাকা থেকে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীর কবলে পড়েছে বগুড়া পুলিশের একটি গাড়ি। ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার সদান্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে। এসময় ৩-৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

তিনি আরও জনান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কড্ডার মোড় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকার অন্তর্গত। তবে এ বিষয়ে পশ্চিম থানা পুলিশ কিছুই জানে না।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছাদ্দেক হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমি জানি না। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে এসপি আরিফুর রহমান মণ্ডল বলেন, এটিও খতিয়ে দেখবো। রাতে মহাসড়কের পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত