দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করায় জেলের কারাদণ্ড
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে এক জেলেকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মো. ফারুক হাওলাদার(৫০) নামের ওই জেলের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার মূল্যমানের ১৫০০মিটার জাল ও ১টি নৌকা, পুড়িয়ে ফেলা হয়েছে জাল।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামের পশ্চিম পাশের পায়রা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার জাল ও নৌকাসহ আটক করা হয়।
এ সময় মো. ফারুক হাওলাদার(৫০) নামের ওই জেলের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার মূল্যমানের ১৫০০মিটার জাল ও ১টি নৌকা, পুড়িয়ে ফেলা হয়েছে জাল।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, কারাদণ্ড প্রাপ্ত মো. ফারুক হাওলাদার (৫০) এর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ গ্রামে তার পিতার নাম মৃত আব্দুর রশিদ হাওলাদার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত