শিবচ‌রে ৭০৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২২, ০২:০৫  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২২, ০২:০৫

সবুজ খান মাদারীপুর থেকে: মাদারীপু‌রের শিবচ‌রে ৭শত৫‌ পিচ ইয়াবাসহ হাসান কাজী না‌মের এক মাদক কারবারীকে গ্রেফতার ক‌রে‌ছে শিবচর থানা পু‌লিশ।

এ সময় ইয়াব‌া বি‌ক্রির নগদ ১৯হাজার টাকা জব্দ ক‌রে পু‌লিশ। সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার আ‌নিসুর রহমান ও শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ মিরাজ হো‌সেন এর নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি দল শ‌নিবার ভোররা‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ওই মাদককারবারী‌কে গ্রেফতার ক‌রে।

আটককৃত হাসান কাজী ফ‌রিদপুর জেলার ভাঙ্গা থানার বা‌লিয়া গ্রা‌মের কুদ্দুস কাজীর ছে‌লে। সে শিবচর উপ‌জেলার কাঠালবাড়ী ইউ‌নিয়‌নে শশুর বাড়ী‌তে ওই ইয়াবাসহ অবস্থান কর‌ছি‌লো।

শিবচর থানা সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে শ‌নিবার ভোররা‌তে শিবচর উপ‌জেলার কাঠালবাড়ী ইউ‌নিয়‌নের হাজী ওমর আলী বেপারী কা‌ন্দি গ্রা‌মে অ‌ভিযান চালায় পু‌লিশ। অ‌ভিযানকা‌লে মাদককারবারী হাসান কাজী‌কে ৭শত৫‌পিচ ইয়াবা ও নগদ ১৯হাজার টাকাসহ আটক ক‌রা হয়।

সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার আ‌নিসুর রহমান জানান, সংবাদ পে‌য়ে ভোররা‌তে শিবচর থানার ও‌সিসহ পু‌লি‌শের এক‌টি চৌকস দল নি‌য়ে অ‌ভিযান চালাই। অ‌ভিযা‌নে ওই মাদককারবারী‌কে ৭শত৫ পিচ ইয়াবাসহ আটক কর‌তে সক্ষম হই।

এ বিষয় এক‌টি মাদক মামলা করে আসামী‌কে আদাল‌তে প্রেরন করা হয়

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত