আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২২, ০৫:৪৫  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২২, ০৫:৪৫

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ কর্তৃক উপজেলার অন্যতম শিক্ষা প্রসারক, সমাজসংস্কারক মরহুম আজিজ আহম্মেদের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে তাঁর নিজ প্রতিষ্ঠিত আজিজ আহম্মেদ কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ আহসানুল হক এর সভাপতিত্বে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইশরাত হোসেন শাহিনের এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন- অর-রশিদ হাওলাদার।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, জেলা পরিষদের সদস্য সৈয়দ ফজলুল হক, মুরাদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মাহফুজ খান, প্রতিষ্ঠা পরিবারের সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার, বিদ্যুৎসাহী সদস্য মো. শাহ আলম মাস্টার, সকল শিক্ষক কর্মকর্তা- কর্মচারী সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

এ সময় বক্তারা মরহুম আজিজ আহম্মেদ কর্তৃক প্রতিষ্ঠিত ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানাসহ সমাজের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে স্মৃতিচারণ করেন।

এছাড়াও তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানের পূর্বে সকালে মরহুম আজিজ আহম্মেদ এর কবর জিয়ারত করেন আমন্ত্রিত অতিথি সহ স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের লেকচারার মোহাম্মদ মোশারেফ হোসেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত