বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে বাদী হয়ে মামলা
ময়মনসিংহে আওয়ামীলীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে বাদী হয়ে মামলা করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
ওসি শাজ কামাল জানান, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচিতে কর্তব্যরত পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটনায় রাতে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ ও নাম না জানা ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেন।
তিনি আরও বলেন, বিএনপির সমাবেশ হয়েছে পলিটেকনিক মাঠে। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে রেল স্টেশন চত্ত্বর এলাকায় আওয়ামী লীগের অবস্থা কর্মসূচিতে হামলা, রাস্তায় জনগণের চলাচলে বাধা সৃষ্টি করে। এসময় পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও আহত হন।
উল্লেখ্য, শনিবার (১৫ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালনের জন্য জমায়েত হয়।
বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কয়েক শ নেতা-কর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত