মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী ব্রিফিং

| আপডেট :  ১৬ অক্টোবর ২০২২, ০৯:২৫  | প্রকাশিত :  ১৬ অক্টোবর ২০২২, ০৯:২৩

সবুজ খান, মাদারীপুর থেকে: আগামী ১৭তারিখ মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে গৃহিত নিরাপত্তার্মূলক পুলিশি ব্যবস্থা সংক্রান্তে পুলিশ লাইন্স ড্রিল শেডে নির্বাচনী আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো. মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার,মাদারীপুর । এসময় পুলিশ সুপার মহোদয় পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেন। ১। ডিউটির কেন্দ্র ইনচার্জ ব্যতীত কোন পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না ২। নির্বাচন কেন্দ্রে কোন ভোটার মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না ৩। মানুষের সাথে খারাপ আচারণ করা যাবে না ৪। মোবাইল পার্টি বাহিরের আইন-শৃঙ্খলা বজায় রাখবেন ৫। নির্বাচনের মালামাল নিয়ে যাওয়ার পর কেন্দ্রে সব সময় অবস্থান করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স), জনাব মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল), মাদারীপুর সহ অফিসার ইনচার্জগণ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত