টাঙ্গাইলে মৌমাছির কামড়ে আহত যুবকের মৃত্যু

| আপডেট :  ২২ অক্টোবর ২০২২, ০৯:০২  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২২, ০৯:০২

টাঙ্গাইলের মধুপুরে মৌমাছির কামড়ে আহত যুবক তানভীর হাসানের (২৫)মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত যুবক মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামের আব্দুল খালেকের বড় ছেলে।

নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে মৌমাছির ঝাঁক তানভীরের বাবা আব্দুল খালেককে মুদির দোকানে যাওয়ার সময় আক্রমণ করে। চিৎকার শুনে খালি গায়ে বাড়ি থেকে দৌড়ে আসে তানভীর। মাটিতে লুটানো বাবাকে উদ্ধারের চেষ্টা চালাতেই মৌমাছির ঝাঁক তাঁর ওপরেও আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই তানভীরের পুরো শরীরে মৌমাছি কামড় বসাতে থাকে। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে তানভীর এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকে। মৌমাছিরাও তাঁকে কামড়াতে থাকে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে তানভীর। এ সময় স্থানীয়রা আগুনের ধোঁয়া তৈরি করে মৌমাছি তাড়িয়ে তানভীরকে উদ্ধার করে। পরে তানভিরকে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

তানভীর সরকারী সা’দত কলেজ থেকে চলতি বছর শিক্ষাজীবন শেষ করেছেন। গত ১৩ অক্টোবর তিনি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত