ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন
সুমন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ আগামী এক বছরের জন্য বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৩রা নভেম্বর) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে রোকনুজ্জামান রোকন কে সভাপতি ও নাইমুল ইসলাম সম্রাট কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার বলেন, বিগত দিনে যারা সাধারণ ছাত্রদের পাশে ছিল, যারা গত জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে নানাভাবে কাজ করেছে তাদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হয়েছে।
সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে যারা ত্যাগী, আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবে তাদের নিয়েই আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত