দুমকিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২২, ০৭:৪২  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২২, ০৭:৪২

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় সরকারি জনতা কলেজ মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, জেলা পরিষদ পটুয়াখালীর নবনির্বাচিত সদস্য জাকারিয়া কাওছার বাবু গাজী, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় শ্রীরামপুর ইউনিয়ন ও পাংগাশিয়া ইউনিয়ন অংশগ্রহন করেন। উক্ত খেলায় পেনাল্টিতে ৩/১ গোলে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত