পবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিকাল ৫ ঘটিকায় পবিপ্রবি শাখা ছাত্রলীগের উদ্যোগে ৫ নভেম্বর (শনিবার) বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির ডাকা সমাবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের দ্বিতীয় গেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট গুরুদক্ষিণ করে প্রথম গেটে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ,পবিপ্রবি শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও বিভিন্ন হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতা কর্মী।
এ-সময় নেতারা বলেন বিএনপি সমাবেশের নামে যদি কোনো বিশৃঙ্খলা করে তবে রাজপথে শক্ত হাতে তাদের প্রতিহত করতে হবে এবং বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত