তেরখাদায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
তেরখাদা প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন। প্রতিপাদ্যকে সামনে রেখে তেরখাদায় জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটায় তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য রেলি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন খুলনা ৪ আসনের সংসদ আব্দুস সালাম মূর্শেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারাফত হোসেন মুক্তি, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান,পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত, দৈনিক কালান্তরের তেরখাদা প্রতিনিধি মেহেদী হাসান রনি, সাংবাদিক হামিম বিল্লাহ, সাংবাদিক মোহাম্মদ মিশকাত মিনা, সহ তেরখাদা উপজেলার বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মতিন। উল্লেখ্য অনুষ্ঠানটি সাজ শয্যার দায়িত্বে থেকে দৃষ্টিনন্দন মঞ্চ সজ্জা করে এসএম মোস্তফা রশিদী সুজা মার্কেটের “তেরখাদা ফুল ঘর” নামক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত