দুমকিতে জাতীয় সমবায় দিবস পালিত
সিফাত হোসেন,পটুয়াখালী প্রতিনিধি:বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুমকি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলির নেতৃত্বে উপজেলার সমবায়ীদের নিয়ে এক বর্নাঢ্য র্যালী উপজেলার মূল ফটক থেকে বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল, সহকারী পরিদর্শক সমবায় অফিস ইকবাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সৈয়দ ইখতিয়ার উদ্দিন শাহীন সভাপতি দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ,শরীফ আ: আজিজ সভাপতি রাজাখালী আন-নাঈম সমবায় সমিতি লিঃ ও সহিদুল ইসলাম, সম্পাদক সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ। সঞ্চালনায় ছিলেন, ছিদ্দিকুর রহমান সভাপতি, দুমকি কৃষি উন্নয়ন ঋণদান সমবায় সমিতি লিঃ।
এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য কর্মকর্তা কর্মচারী, সূশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ, সমবায়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানের লক্ষ্যে সুপারিশ উপস্থাপন করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত