বাউফলে হাসীব আলম তালুকদারের দেয়া শিক্ষা উপকরণ বিতরণ

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২২, ০৩:০৬  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২২, ০৩:০৬

জুবায়ের ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীর উত্তমের সুযোগ্য পুত্র হাসীব আলম তালুকদারের দেয়া বিভিন্ন শিক্ষা উপকরণ উপজেলার সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি হাসীব আলম তালুকদার এলাকায় একজন বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। তাঁর এ মহৎ কর্মকাণ্ড শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, হাসীব আলম তালুকদার ও তার পরিবার বাউলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত