বাঞ্ছারামপুরে পুলিশের সাথে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
বাঞ্ছারামপুরে পুলিশের সাথে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
| আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১২:০৫
| প্রকাশিত : ২০ নভেম্বর ২০২২, ১২:০৫
খাজা আহমেদ, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, বিএনপির লিফলেট বিতরণের সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ আত্মরক্ষায় শটগানের গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম অভিযোগ করে বলেন, বিকেলে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আক্রমণ করে। তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আমিসহ পাঁচ সদস্য আহত হই। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে