ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় সংবর্ধনা
আফজল হুসাইন, কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ূন কবির বাদল ৩৪ বছর তিন মাস চাকরি শেষে গত ২৯ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় অবসরপ্রাপ্ত শিক্ষক হুমায়ূন কবির বাদলকে সংবর্ধনা দিয়ে ঘোড়ারগাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে সম্মানিত করতে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে তার কর্মজীবনের স্মৃতিচারণ, উপহার প্রদান ও প্রীতিভোজের পর সুসজ্জিত ঘোড়ারগাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদ্যালয় হতে এক কিলোমিটার দূরে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আমির উদ্দিন প্রমুখ।
সদ্যবিদায়ী শিক্ষক হুমায়ূন কবির বাদল জানান, আমার প্রিয় শিক্ষার্থীরা আজ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে যেভাবে আমাকে সম্মানিত করেছে, তাতে আমি অভিভূত। আমার শিক্ষকতা জীবন সার্থক বলে নিজেকে ধন্য মনে করছি।
এ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খুব দ্রুত সময়ে ভাইরাল হওয়ায় অনুষ্ঠান আয়োজনকারী প্রাক্তন শিক্ষার্থীদের প্রশংসা করছেন সকলে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত