জিপিএ-৫ পেলেন গৌরীপুরের সাবেক ইউপি সদস্য

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২২, ০৫:৫৯  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২২, ০৫:৫৯

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৪৫ বছর বয়সে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেছেন সাবেক ইউপিঃ সদস্য এখলাছ উদ্দিন নয়ন।

এখলাছ উদ্দিন নয়ন উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে জিপিএ-৫ এসএসসি পাশ করেছেন। সাবেক ইউপিঃ সদস্য এখলাছ উদ্দিন নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, শিক্ষার কোন বয়স নাই। আমার আগ্রহ ছিল লেখাপড়া করার। সেই আগ্রহ থেকেই এই বছর মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেছি।
এবিষয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, এখলাছ উদ্দিন নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। সে এই বছর আমার প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত