ঢাকা-গজারিয়ায় ৩১তম আন্তর্জাাতিক ও ২৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

| আপডেট :  ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:২৪  | প্রকাশিত :  ০৪ ডিসেম্বর ২০২২, ০১:৫৪

প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অংশ। তাদেরও একজন স্বাভাবিক মানুষের মত স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ ১৯৯২ সালে আন্তর্জাাতিক প্রতিবন্ধী দিবস (International Day of Persons with Disability ) ঘোষণা করে। তখন থেকেই সারা বিশ্বে ৩রা ডিসেম্বর আন্তর্জাাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

অন্যান্য বছরের ন্যায় এবারও সারা পৃথিবীতে এবং বাংলাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ৩১তম আন্তর্জাতিক এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য “অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশ গম্যতা ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা”।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইট অব বাংলাদেশ যৌথভাবে ঢাকার বনশ্রী ও মুন্সীগঞ্জের গজারিয়ায় আমডা বাংলাদেশ কমপ্লেক্স নানাবিধ কর্মসূচী পালন করে।

কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্œ ব্যক্তিদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং প্রতিবন্ধী জনগোষ্টির জন্য ফ্রি হেলথ ক্যাম্প।

উদযাপনের অংশ হিসেবে ঢাকার বনশ্রীতে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি, পিতামাতা/অভিভাবক এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকগণ বর্নাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন। পরে ডাউন সিনড্রোম রিসোর্স সেন্টারে শিশু; কিশোরদের অংশগ্রহনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের আমডা বাংলাদেশ কমপ্লেক্সে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় আমডা বাংলাদেশ কমপ্লেক্স থেকে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে একটি র‌্যালী অনুষ্টিত হয়। পরবর্তীতে ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী বৈশিষ্ট্যসম্পন্ন মানুষদের অংশগ্রহনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তাছাড়া প্রতিবন্ধী জনগোষ্ঠিদের জন্য একটি ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হেলথ ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার দু:স্থ ও সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত