যেসব আইফোনে নতুন সুবিধা পাওয়া যাবে

| আপডেট :  ০৮ জুন ২০২১, ০৫:১৬  | প্রকাশিত :  ০৮ জুন ২০২১, ০৫:১৬

গতকাল সোমবার রাতে নতুন বেশ কিছু ঘোষণা এসেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকে। এর মধ্যে আইফোন, ম্যাক, অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের অপারেটিং সিস্টেমের আসন্ন হালনাগাদে মানুষের আগ্রহ ছিল বেশি। বিশেষ করে সফটওয়্যারগুলোতে নতুন যে সুবিধা আসছে, তাতে।

আগামী মাস থেকে এই অপারেটিং সিস্টেমগুলোর পরীক্ষামূলক সংস্করণ আপনার অ্যাপল ডিভাইসে ইনস্টল করতে পারবেন। তবে সব ডিভাইসে নতুন সুবিধা আসছে না। আইফোনের কথা যদি বলা হয়, তবে বর্তমানে আইওএস ১৪ ব্যবহার করা যায়, এমন সব আইফোনে আইওএস ১৫ ব্যবহার করা যাবে। তালিকাটি দেখে নিন নিচে।
যেসব আইফোনে আইওএস ১৫ মিলবে
আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স

আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স

আইফোন টেনএস, আইফোন টেনএস ম্যাক্স

আইফোন টেন, আইফোন টেনআর

আইফোন ৮, আইফোন ৮ প্লাস

আইফোন ৭, আইফোন ৭ প্লাস

আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস

আইফোন এসই (প্রথম ও দ্বিতীয় প্রজন্ম)

আইপড টাচ (সপ্তম প্রজন্ম)

আইফোনের মতো একই ঘটনা আইপ্যাডের বেলাতেও। যেসব আইপ্যাডে আইপ্যাডওএস ১৪ আছে, সেগুলোতে আইপ্যাডওএস ১৫ ইনস্টল করা যাবে। নিচে দেখে নিন আপনার আইপ্যাড তালিকায় আছে কি না।
যেসব আইপ্যাডে নতুন অপারেটিং সিস্টেম আসছে
আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি (প্রথম থেকে পঞ্চম প্রজন্ম)

আইপ্যাড প্রো ১১ ইঞ্চি (প্রথম থেকে তৃতীয় প্রজন্ম)

আইপ্যাড প্রো ১০.৫ ইঞ্চি

আইপ্যাড প্রো ৯.৭ ইঞ্চি

আইপ্যাড (পঞ্চম থেকে অষ্টম প্রজন্ম)

আইপ্যাড মিনি (চতুর্থ ও পঞ্চম প্রজন্ম)

আইপ্যাড এয়ার (দ্বিতীয় থেকে চতুর্থ প্রজন্ম)

অ্যাপলের স্মার্টঘড়ির অপারেটিং সিস্টেম ওয়াচওএসের হালনাগাদ আসছে। এ ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করছে অ্যাপল। অ্যাপল ওয়াচের যেসব সংস্করণে ওয়াচওএস ৭ ব্যবহার করা যেত, সেগুলোতে নতুন সংস্করণও পাওয়া যাবে।
যেসব অ্যাপল ওয়াচে মিলছে ওয়াচওএস ৮
অ্যাপল ওয়াচ সিরিজ ৩

অ্যাপল ওয়াচ সিরিজ ৪

অ্যাপল ওয়াচ সিরিজ ৫

অ্যাপল ওয়াচ সিরিজ ৬

অ্যাপল ওয়াচ এসই

ম্যাক সিরিজের যেসব কম্পিউটারে ম্যাকওএস মন্টেরি আসছে
আইম্যাক (২০১৫ ও পরবর্তী সংস্করণ)

আইম্যাক প্রো (২০১৭ ও পরবর্তী সংস্করণ)

ম্যাক প্রো (২০১৩ ও পরবর্তী সংস্করণ)

ম্যাক মিনি (২০১৪ ও পরবর্তী সংস্করণ)

ম্যাকবুক প্রো (২০১৫ ও পরবর্তী সংস্করণ)

ম্যাকবুক এয়ার (২০১৫ ও পরবর্তী সংস্করণ)

ম্যাকবুক (২০১৬ ও পরবর্তী সংস্করণ)

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত