মুন্সিগঞ্জের শেখরচরে কালী পূজা উপলক্ষে ঘাট ব্যবস্থাপনা পরিদর্শন

| আপডেট :  ০১ এপ্রিল ২০২৫, ০৮:৫৪  | প্রকাশিত :  ০১ এপ্রিল ২০২৫, ০৮:৫৪

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখানের শেখরচরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কালী পূজা। প্রতি বছর লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী এই পূজায় অংশ নিতে কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের বিসিক সংলগ্ন সৈয়দপুর ঘাট দিয়ে যাতায়াত করেন।

সনাতন ধর্মাবলম্বীসহ সকল মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আজ মঙ্গলবার(১লা এপ্রিল) কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া ঘাট ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন। তিনি ঘাটের সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি ঘাট ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে কথা বলেন এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। এছাড়া, তিনি যাত্রীসাধারণের সুবিধার্থে ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, পূজার সময় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, তাই নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশাসনের এই তৎপরতার ফলে আশা করা যায়, এবারের কালী পূজায় অংশগ্রহণকারীরা নির্বিঘ্নে এবং নিরাপদে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত