৬ মাসে আকরিক লোহার দাম সর্বোচ্চ
আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম বেড়েছে। গত ৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। সম্প্রতি অবকাঠামো খাতে সমর্থন দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছে দেশটি। এতে ইস্পাতের চাহিদা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে শক্ত ধাতুটি তৈরির উপকরণ আকরিক লোহারও দরও বেড়েছে।
চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আকরিক লোহার আগামী মে মাসের সরবরাহ মূল্য ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি টন বিক্রি হয়েছে ৮২৪ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১১৮ ডলার ৫৬ সেন্ট। গত ১৫ জুনের পর তা সর্বোচ্চ।
বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, দ্রুত কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় চীনের অর্থনীতি ঝুঁকিতে পড়ে। বৈশ্বিক প্রবৃদ্ধিও ধাক্কা খায়। এখন করোনা মহামারী একটু শিথিল হওয়ায় অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছেন দেশটির নীতি-নির্ধারকরা।
এতে চীনের ইস্পাত বেঞ্চমার্কেও দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে রিবারের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ।
তবে সিঙ্গাপুর এক্সচেঞ্জে লৌহ আকরিকের জানুয়ারির সরবরাহ মূল্য শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টন বিক্রি হয়েছে ১০৮ ডলার ৩০ সেন্টে। কিন্তু সাম্প্রতিক সময়ে তা ঊর্ধ্বমুখীই রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত