দুমকিতে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর পালিত

| আপডেট :  ৩০ মার্চ ২০২৫, ০৪:৫১  | প্রকাশিত :  ৩০ মার্চ ২০২৫, ০৪:৫১

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: সৌদির সাথে মিল রেখে একদিন আগে এবং মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সিরিয়া ও ফিলিস্তিনের সাথে মিল রেখে দুমকির শ্রীরামপুর ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার কিছু সংখ্যক পরিবার ঈদুল ফিতর উদযাপন করেছে।

রবিবার সকাল ৮টায় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ দুমকি তালুকদার বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদে পবিত্র ঈদ-উল ফিতর নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম । নামাজ শেষে তারা কুশল বিনিময় করেন।

জানা যায়, তারা ৩০ বছর পূর্বে থেকে সৌদির সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা এবং ঈদ-পালন করেছে। এলাকায় এরা হানাফি ও মাজহাবের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত