জাজিরায় সেনাবাহিনীর শীতবস্ত্র কম্বল বিতরণ

| আপডেট :  ৩১ ডিসেম্বর ২০২২, ০১:১০  | প্রকাশিত :  ৩১ ডিসেম্বর ২০২২, ০১:১০

রতন আলী মোড়ল, জেলা প্রতিনিধি (শরিয়তপুর): শরিয়তপুর জাজিরা শেখ রাসেল ক্যান্টামেন্টর ২৮-ইস্ট বেংগল, ৯৯ কম্পোজিট ব্রিগেডের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০-ডিসেম্বর) সকাল ১০টায় জাজিরার রূপবাবুর হাটসহ মুন্সিগঞ্জের লৌহজং, শিবচর ও জাজিরার বাংলাদেশ সেনাবাহিনী ৫ টি জায়গায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল আর সোয়েটার বিতরণ করা হয়।

রূপবাবুর হাট সংলগ্নে অবস্থিত পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থেকে স্থানীয় অতিসাধারণ দরিদ্র শীতার্তদের মাঝে ৪০০ কম্বল ও শতাধিক সোয়াটার বিতরণ করেন, ২৮-ইস্ট বেংগলের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব, সেই সাথে আরো উপস্থিত ছিলেন, ২৮-ইস্ট বেংগলের উপ-অধিনায়ক মেজর আল আমিন।

এসময় মোট ৫ টি স্থানে সর্বমোট ১ হাজার ৫ শত কম্বল এবং ৫ শত সোয়েটার বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর জাজিরা শেখ রাসেল সেনানিবাসের ২৮-ইস্ট বেংগল, ৯৯ কম্পোজিট ব্রিগেড।

পূর্ব নাওডোবা আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শীতবস্ত্র বিতরণকৃত মোট ৫ টি যায়গা হচ্ছে মুন্সিগঞ্জের লৌহজংয়ের কাজির পাগলা ওয়াহিদিয়া নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, শিবচরের বড় কেশবপুর, পশ্চিম নাওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শেখ রাসেল সেনানিবাস সংলগ্ন এলাকা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত