দুমকিতে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

| আপডেট :  ৩১ ডিসেম্বর ২০২২, ১১:৫২  | প্রকাশিত :  ৩১ ডিসেম্বর ২০২২, ১১:৫২

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ২ কেজি গাঁজা সহ দশমিনার ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টায় চরগরবদী ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম এর নেতৃত্বে দুমকি থানার এসআই (নিঃ) মোঃ সাকায়েত, সংগীয় এস আই ইসতিয়াক আল মামুন, এসআই মনিরুল ইসলাম ,এএসআই আরিফ, এএসআই মামুন সহ দুমকি থানাধীন চরগরবদী ফেরিঘাট এলাকা হইতে মোঃমাহাবুব মৃধা(২৫), পিতা শানু মৃধা সাং- বেতাগি, মোঃ রিপন হাওলাদার (৩৪) পিতা মৃত কাশেম হাওলাদার, সাং- তাফালবাড়িয়া, মোঃ মোশাররফ মেলকার(৩৮) পিতা মোঃ মেছের মেলকার, সাং বেতাগী, সর্ব থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী সাথে থাকা ব্যাগের মধ্যে হইতে ২(দুই) কেজি গাজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাজার মুল্য- ১২০,০০০/- টাকা।

দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম বলেন, তাহাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত