দুমকিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

| আপডেট :  ৩১ ডিসেম্বর ২০২২, ০৬:০৫  | প্রকাশিত :  ৩১ ডিসেম্বর ২০২২, ০৬:০৫

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে নতুন বাজার ব্যবসায়ীদের আর্জেন্টিনা সমর্থক বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সরকারি জনতা কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ শত-শত দর্শকদের আনন্দ উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়।

দীর্ঘ ৭০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ গোলশূন্য ড্র থাক শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা ৪/৩ গোলে জয় লাভ করে।

ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের উপচে পড়া ভিড়ে নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের উপস্থিতি ফুটবলের প্রতি দৃশ্যমান ভালোবাসাময় পরিবেশ সৃষ্টি করে।

এ ধরনের আয়োজন যুবকদের মাদকাসক্ত ও নেশামুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন খেলায় উপস্থিত অনেক সমর্থকরা।

খেলা শেষে বিশেষ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা আ.লীগের দফতর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, সরকারি জনতা কলেজের সহ.অধ্যাপক আসাদুজ্জামান, সহ. অধ্যাপক শহিদুল ইসলাম, বাজার কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সার্জেন্ট ফজলুল হক, বাজার কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম (শহিদ) সর্দারসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক ক্রীড়াপ্রেমী লোকজন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত