দুমকিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

| আপডেট :  ০১ জানুয়ারি ২০২৩, ০৬:০৮  | প্রকাশিত :  ০১ জানুয়ারি ২০২৩, ০৬:০৮

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পীরতলা বাজারস্হ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুনের সভাপতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান টিপু মিয়া ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম বশির প্রমুখ।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব:) ফজলুল হক, শ্রী রাম চরণ গাইন বুলু, সৈয়দ জিয়াউল হাসান, সৈয়দ জসিম উদ্দিন, ডালিম সিকদার, শহিদ মৃধা, হারুন অর রশিদ, ফয়সাল মৃধা প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত