মাদক মামলায় রিজেন্টের সাহেদকে জামিন দেননি হাইকোর্ট
প্রাইভেট কার থেকে মদ উদ্ধারের মামলায় রিজেন্ট হাসপাতালের মো. সাহেদকে জামিন দেননি হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৮ জুন) সাহেদের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন। সাহেদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও শাহরিয়ার ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
গত বছরের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে রিজেন্টের মো. সাহেদকে আটক করে র্যাব। এরপর তাকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৬২ নম্বর বাসার সামনে অভিযান চালায়। সেখানে সাহেদের সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেনসিডিল, পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। মদ উদ্ধারের মামলায় ২৫ মার্চ নিম্ন আদালত তার আবেদন খারিজ করে দেয়। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত