এডিআরএস সিস্টেম কি জানেন না বিপিএলে খেলা ডাচ ক্রিকেটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপএল) নবম আসর মাঠে গড়াচ্ছে। কিন্তু সেখানে নেই আধুনিক ক্রিকেটে বাধ্যতামূলক হয়ে উঠা ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। গত আসরেও ছিল না এটি। তবে এর বিকল্প হিসেবে বিপিএলে রাখা হয়েছে এডিআরএস (এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম)। এটি দিয়ে সমস্যা কমার চেয়ে বরং বেড়েছেই। আর বিপিএলে এমন প্রযুক্তি নিয়ে ম্যাচ শেষে মুখ খুলেছেন খুলনার বিদেশি রিক্রুট নেদারল্যান্ডস ক্রিকেটার পল ভ্যান ম্যাকেরেন।
বিপিএলের চলতি আসর শুরুর আগে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে গ্রুপ পর্বের খেলায় পাওয়া যাবে না ডিআরএস সুবিধা। যা নিয়ে সমালোচনা করেছেন কোচ সালাউদ্দিন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাও। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ডাচ ক্রিকেটার পল ভ্যান ম্যাকেরেন।
ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে খুলনার ডাচ ক্রিকেটার বলেন, যুক্তরাজ্যের ঘরোয়া লিগেও এডিআরএস ব্যবহার করা হয় না।
ঘটনার শুরুটা হয় নাসুম আহমেদের বলে সৌম্যর বিরুদ্ধে লেগ বিফোরের আবেদনের পর। খুলনা টাইগার্সের ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়ে আউট দেন অন ফিল্ড আম্পায়ার গাজী সোহেল। এরপর রিভিউতে গিয়ে টিভি আম্পায়ার প্রথমে সৌম্যকে আউট ঘোষণা করলেও পরক্ষণেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউট ঘোষনা করেন। এরপর খুলনার ক্রিকেটাররা আম্পায়ারকে ঘিরে ধরেন। সেই সঙ্গে বেশ কড়া ভাবেই কথা বলতে দেখা যায় তামিম ইকবাল।
সংবাদ সম্মেলনে নিজের দেশ ও সহযোগী দেশগুলোর উদাহরণ টেনে বিসিবিকে পরামর্শ দিতে গিয়ে ম্যাকেরেন বলেন, এটা খুব হতাশাজনক। ম্যাচের ভুলগুলো কমাতেই আপনি ডিআরএস সিস্টেম আনবেন। যুক্তরাজ্যে ঘরোয়া লিগে আমরা এটা ব্যবহার করি না। নেদারল্যান্ডসে বেড়ে উঠেছি, ওখানেও নেই। সহযোগি দেশগুলোতেও নেই। আপনাকে মুভ অন করতে হবে। দিনশেষে সেরা দলই ম্যাচ জিতবে।
এমন প্রযুক্তি এবারই প্রথম দেখেছেন জানিয়ে এই ডাচ পেসার বলেন, না, এই প্রথম দেখলাম এমন। প্রথমে জানতামই না যে আমাদের রিভিউ সিস্টেম আছে। পরে গতকালকে রাতে ম্যাচ দেখলাম একটা, ক্যাচের জন্য রিভিউ নিয়েছিল, কিন্তু কোনো স্নিকো ছিল না, এটা শুধু ক্যামেরা দিয়েই দেখা হয়। তাই বিশেষত সুক্ষ্ম ক্যাচগুলোর ক্ষেত্রে, এই প্রযুক্তি দিয়ে বের করা কঠিন। আমি এটার নিয়ন্ত্রণে নেই। আমার মনে হয় ক্রিকেটার, স্টাফ, আম্পয়ারের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। দিনশেষে, আমাদের কেবল আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত