বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়?
শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের প্রথম পর্বের খেলা। এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো।
ঢাকার প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে আটটি, যার মধ্যে চারটিই খেলেছে সিলেট স্ট্রাইকার্স। বাকি দলগুলো খেলেছে দুইটি করে ম্যাচ। চার ম্যাচের সবগুলোতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মাশরাফির সিলেট।
আরও পড়ুন: সিলেট স্ট্রাইকার্সকে ফিক্সিংয়ের প্রস্তাব, যা বললেন মাশরাফি
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সিলেট নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারায়। এরপর দ্বিতীয় ম্যাচে সাকিবের ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারায় তারা। সিলেট নিজেদের তৃতীয় জয়টি পায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে। আর সবশেষ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ৬২ রানের বড় ব্যবধানে জয়ে চারে চার সিলেটের।
দুই ম্যাচে এক জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। কুমিল্লার বিপক্ষে ৩৪ রানের জয়ের পর সবশেষ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে হেরে গেছে তারা।
ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয়। চার ম্যাচে তিনটি অর্ধশতে হৃদয়ের রান ১৯৫। দ্বিতীয় স্থানে রয়েছেন একই দলের ক্রিকেটার নাজমুল হোসাইন শান্ত। তিনি চার ম্যাচ খেলে এক হাফসেঞ্চুরিতে করেছেন ১৬৭ রান।
বল হাতেও বিপিএলে চমক দেখিয়েছে দেশি পেসাররা। চার ম্যাচ খেলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফির সংগ্রহ ৭ উইকেট। তবে সমান উইকেট পেলেও দুই ম্যাচ কম খেলে ৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা ডমিনেটরসের পেসার আল আমিন হোসাইন। তার সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট।
বিপিএলের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেটরানরেট
সিলেট স্ট্রাইকার্স ৪ ৪ ০ ৮ +২.০৭২
রংপুর রাইডার্স ২ ১ ১ ২ +০.৬২১
ফরচুন বরিশাল ২ ১ ১ ২ -০.০২৬
ঢাকা ডমিনেটরস ২ ১ ১ ২ -১.৩১৪
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২ ১ ১ ২ -১.৪৩৩
খুলনা টাইগার্স ২ ০ ২ ০ -০.৪১৩
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ ০ ২ ০ -১.৩৮০
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত