ধুনটে লিও ক্লাব অব ঢাকা শাপলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: মানবতায় সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লিও ক্লাব অব ঢাকা শাপলার আয়োজনে দুস্থ্য শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিততরন করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা চত্বরে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন শাপলার প্রেসিডেন্ট জিন্নাহুর রহমান রাকিব।
এসময় অতিথি হিসেবে বৈশাখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহমুদুল হক, ট্রেজারার লিও শিলু আহম্মেদ, ডিরেক্টর লিও রিজভী উদ্দিন রাকিব, সেক্রেটারি লিও ফাহিম ফয়সাল, টেমার লিও সাকিল আহম্মেদ, লিও আল আমীন, লিও তরিকুল ইসলাম নাইম, ইসলামী ব্যাংক এজেন্ট শাখার আব্দুর ওয়াদুদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত