চট্টগ্রামে পাগলা ভক্তের খপ্পরে সাকিব
চট্টগ্রামে জার্মানির বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার আউটলেট উদ্বোধন করতে এসে পাগলা ভক্তের খপ্পরে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় সাকিব উপস্থিত হন নগরের লালখানবাজার আমিন সেন্টারে পুমার আউটলেটে।
উদ্বোধনের আগে পুমার বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি শিল্পগ্রুপ ডিবিএলের কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে ওঠেন সাকিব আল হাসান। এসময় সাকিব সাকিব স্লোগান দিতে থাকেন ভক্তরা। এসময় এক ভক্ত হঠাৎ মঞ্চে উঠে সাকিব আল হাসানকে জড়িয়ে ধরেন। আকস্মিক ভক্তের এমন কাণ্ডে ভড়কে যান সাকিব আল হাসান। মিনিট দুয়েক বিরতি নিয়ে রাখেন উদ্বোধনী বক্তব্য। তাৎক্ষণিক ডিবিএলের নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ওই ভক্তকে সরিয়ে নেন। এরপর পুমার আউটলেট উদ্বোধন করেন সাকিব আল হাসান। পরে ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন এই তারকা ক্রিকেটার। এসময় ডিবিএল গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্দরনগরীতে সাকিবের আগমনের কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর পর্ব শেষে আসরের ১২টি ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাকিবের দল ফরচুন বরিশাল শুক্রবার দুপুর ২টায় খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম সমকালকে বলেন, ‘ঢাকায় আন্তর্জাতিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার তিনটি আউটলেট রয়েছে। চতুর্থ আউটলেটটি চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি আউটলেট উদ্বোধন করতে মঞ্চে উঠলে ভক্তরা তার নামে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এক পাগল ভক্ত তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এসময় আমাদের নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। পরে ভালোভাবেই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়।’
এ প্রসঙ্গে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা সমকালকে বলেন, ‘পুমার আউটলেট উদ্বোধন মঞ্চে উঠে এক ভক্ত হঠাৎ করে সাকিব আল হাসানকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তাৎক্ষণিক তাকে সরিয়ে নেওয়া হয়েছে।’
২০১৯ সালে শিল্পগ্রুপ ডিবিএলের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে জার্মানভিত্তিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা। এরপর ঢাকার বনানী, ধানমন্ডি ও বসুন্ধরা সিটিতে পুমার তিনটি আউটলেট চালু করা হয়। এরই ধারাবাহিকতায় বন্দরনগরী চট্টগ্রামের লালখানবাজার এলাকায় চতুর্থ আউটলেট চালু করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত