বগুড়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা কারাগারে সুমন ইসলাম (২৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কয়েদি সুমন ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে।
বগুড়ার জেল সুপার মনির আহম্মেদ জানান, গত শুক্রবার রাতে সুমন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাকে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষনা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সুমনের মৃত্যু হয় বলেও নিশ্চিত করেন ওই চিকিৎসক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধুনট থানায় দায়েরকৃত মাদকদ্রব্য আইনের মামলায় সুমন কারাগারে হাজতি ছিলেন।
তিনি ক্রমিকানুসারে ৬ নম্বর মামলার অন্তর্ভুক্ত ছিলেন বলে নিশ্চিত করেন ধুনট থানার এসআই আবু তাহের। ময়নাতদন্ত শেষে সুমনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে জেলা কারাগার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত