দুমকিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ

| আপডেট :  ১৫ জানুয়ারি ২০২৩, ০৭:০৮  | প্রকাশিত :  ১৫ জানুয়ারি ২০২৩, ০৭:০৮

জুবায়ের ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৪ টায় থানা ব্রীজস্হ্য উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বরে ভাংচুরকৃত মুক্তিযোদ্ধা ভাস্কর্যে এসে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ এবং দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত