ধুনটে নগদ আড়াই লাখ টাকাসহ বৃদ্ধের ঘর পুড়ে ছাই
সুমন হোসেন, ধুনট প্রতিনিধি: বগুড়া ধুনটের পল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বারিক শেখ (৭০) নামে এক বৃদ্ধের ঘর সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৭ই জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কামারপাড়া খাদুলি গ্রামে এই আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, বারিক শেখ চার সন্তানের জনক,তার বৃদ্ধা মা সহ তার ৫ সদস্যের পরিবার। তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তিনি একটি হোটেলে বাবুর্চির কাজ করে তার পরিবারের ভরনপোষণ করেন। তার পরিবারে একটি প্রতিবন্ধী ছেলে সন্তানও রয়েছে। গতকাল বিকেলে বারিক শেখ তার পরিবার নিয়ে ভানুডাঙ্গা গ্রামে মেয়ের শশুর বাড়িতে বেড়াতে যান, শুক্রবার সকালে হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে তার ঘরে আগুন লেগে ঘরে থাকা টিভি,ফ্রিজ ও ঘরে গচ্ছিত থাকা আড়াই লাখ টাকা সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যাই,পরে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে প্রতিবেশীরা এসে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন ও স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নেভাতে চেষ্টা করেন। এতে প্রায় ২০ মিনিট চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হয় তারা।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শামসুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই ওই বাড়িতে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে নগদ আড়াই লাখ টাকা সহ অনেক আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত