কালকিনিতে এম পি সোবহান গোলাপের চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

| আপডেট :  ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮  | প্রকাশিত :  ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮

সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুর কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গোপালপুর হাট মাঠে আজ শুক্রবার ( ২৭ জানুয়ারী) বিকেলে এক চা চক্রের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-মাদারীপুর-৩ আসনের সাংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ, এমপি।

এ সময় তার সফরসঙ্গী হয়েছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ সরদার কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লোকমান সরদার, লোকমান সরদার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন তথাকথিত ব্যারিস্টার সুমন কালকিনিতে এসে পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে প্রচার প্রচারণা করেছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি’র বিরুদ্ধে তথাকথিত ব্যারিস্টার সুমন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন তার জন্য মাদারীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ সুমনের এহেন হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

আরও উপস্থিত ছিলেন কালকিনি থানা অফিস ইনচার্জ মোঃশামীম হোসেন, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদ পারভেজ, কালকিনি উপজেলা মৎস্য জীবী লীগ এর সভাপতি শাহাদাত সরদার সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত