দুমকীতে শীতার্তদের মাঝে আ’লীগ নেতা মোহাম্মদ আলী আশরা‌ফের কম্বল বিতরণ

| আপডেট :  ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৭  | প্রকাশিত :  ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৬

জুবায়ের ইসলাম, দুমকী(পটুয়াখালী) ও পবিপ্রবি প্রতি‌নি‌ধিঃ পটুয়াখালীর দুমকীতে গরীব, অসহায় ও দুঃস্থ‌দের ম‌াঝে কম্বল বিতরণ ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের কেন্দ্রীয় উপ-ক‌মি‌টির সদস্য ও দৈ‌নিক বাংলা‌দেশ বু‌লে‌টিন প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ।

শুক্রবার দুপুর ১২টায় দুমকী উপ‌জেলা প‌রিষ‌দের কনফা‌রেন্স রু‌মে সাত শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ জন্য আসন্ন জাতীয় নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। কম্বল বিতরণী অনুষ্ঠানে দুমকী উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মোঃ আল ইমরান, উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল কালাম আজাদ, ‌সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা সৈয়দ গোলাম মরতুজা শুক্কুর, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সে‌লিম, জেলা যুবলী‌গের সা‌বেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শা‌মিমুজ্জামান কা‌শেম, কৃষকলীগ নেতা আজহার আলী মৃধা উপ‌স্থিত ছি‌লেন।

পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলায় ২০ হাজার কম্বল বিতরন করবেন মোহাম্মদ আলী আশরাফ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত