বিভাগীয় সমাবেশে ধুনট উপজেলা বিএনপির শো-ডাউন

| আপডেট :  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২  | প্রকাশিত :  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২

ধুনট (বগুড়া) প্রতিনিধি: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, আওয়ামী সরকারের দমন-পীড়ন নির্যাতনের বিরুদ্ধে ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও বিদ্যুৎ-গ্যাস এবং চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী বিভাগীয় সমাবেশে বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে শো-ডাউন দিয়েছে ধুনট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বগুড়া-৫ আসনের সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজের নির্দেশনায় শনিবার (৪রা ফেব্রুয়ারী) রাজশাহীর সোনাদিঘীর পাড় সংলগ্ন মনি চত্বরে এ শো-ডাউন প্রদর্শন করে।

এতে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান ফিরোজ,সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলিমুদ্দিন হারুন, উপজেলা বিএনপি নেতা এ্যাড, রেজানুল হক ঠান্ডু, রফিকুল ইসলাম শাহীন, এনামুল হক শাহীন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন, মোকফিজুর রহমান বাচ্চু, গোসাইবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মইনুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শিতল, উপজেলা ছাত্রদল নেতা রাসেল তালুকদার, জিয়াউর রহমান জিয়াসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত