জামায়াত-বিএনপিকে মানুষ ভোট দিবে না, পেট্রোল বোমা মেরে মানুষ মারেন: ড. আবদুস সোবহান এমপি
রিপোর্ট মোঃ সবুজ খান মাদারীপুর থেকে: মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেছেন, জামায়াত-বিএনপিকে মানুষ ভোট দিবে না তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মাদারীপুর কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ড (পুরান বাজার) খেয়াঘাট পরিদর্শন ও চা-চক্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, দেশের উন্নয়ন করেছেন আরও করবেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কালকিনি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ সরদার, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিম হোসেন, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিকার মঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মিধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক নিজামুল হক সরদার, কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, কালকিনি উপজেলা মৎস লীগের সভাপতি শাহাদাত সরদার, সাধারণ সম্পাদক কাদের প্যাদা কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ইউনুস হাওলাদার, কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন ফকির, কালকিনি উপজেলা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী, কালকিনি পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিবলী, সাধারণ সম্পাদক ডলি রহমান প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত