ধুনটে স্ত্রীকে তালাক দিয়ে শারীরিক সম্পর্ক, মামলায় গ্রেপ্তার প্রাক্তন স্বামী
ধুনট(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে তালাক প্রাপ্ত স্ত্রীর সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপনের অভিযোগে সাবেক স্বামী শরীফ মিয়া (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারী) রাতে উপজেলার তারাকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরীফ মিয়া উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের হাফিজার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ বছর আগে একই গ্রামের বাবলু মন্ডলের মেয়ে মৌসুমি আক্তারকে প্রতিবেশি শরীফ মিয়া বিয়ে করেন। বিয়ের ৩’বছর পর তাদের সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। সাংসারিক বিষয়াদি নিয়ে স্বামী স্ত্রীর মাঝে কলহের সৃষ্টি হলে,গত ৬ মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
মামলা সূত্রে জানা যায়, তালাকের পরে সাবেক স্বামী শরিফ মিয়া মৌসুমি আক্তারকে আবারও ঘরে ফিরিয়ে নেবে এমন প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।
৯ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে শরিফ মিয়া পুনরায় সাবেক স্ত্রী মৌসুমী আক্তারের বাবার বাড়িতে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ সময় মৌসুমি আক্তারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শরিফ মিয়াকে হাতে নাতে ধরে ফেলে। পরে ধুনট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসে ওই রাতেই ধুনট থানা পুলিশ শরিফ মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় শুক্রবার সকালে সাবেক স্ত্রী মৌসুমী আক্তার বাদি হয়ে তার সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, তালাক প্রাপ্ত স্ত্রীর ধর্ষণের মামলায় সাবেক স্বামীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত