ধুনটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৫  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৫

সুমন হোসেন, ধুনট প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচির অংশ হিসাবে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই সমাবেশ সফল করার লক্ষে সকাল থেকেই মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন মথুরাপুর বাজার এলাকায় অবস্থান নেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ১০ টার দিকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ধুনট উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি।

বেলা বারোটার দিকে জয় বাংলা শ্লোগানে মিছিলে মিছিলে সারা বাজার প্রদক্ষিণ করেন মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ। মিছিল শেষে মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শান্তি পূর্ণ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তজা মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক।

সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য আব্দুল বাছেদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক ফরিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য নুরুল আমীন চাঁন,ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তজা মোল্লা,সহ-সভাপতি হারুন অর রশিদ সেলিম,আব্দুল কাদের সরকার,শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল, সাবেক ইউপি সচিব আব্দুল কুদ্দুস।

উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মামদুদুর রহমান ময়নুল, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকবর আলী, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কামরুজ্জামান সবুজ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সম্পাদক প্রভাষক রিপন রানা, ফারাজুল মল্লিক, আবু হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বেনজির নাহিদ জাকু, জুয়েল সরকার,মেহেদী হাসান সোহেল ,যুবলীগ নেতা সাইফুল ইসলাম। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তজা, সাবেক সাধারণ সম্পাদক রুবেল রানা তালুকদার, উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক আসমা নুসরাত লাবনী, সহ সম্পাদক মাসুদ রানা সফল,তারেক রহমান প্রমুখ।

এসময় বক্তরা জননেত্রী শেখ হাসিনার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন, সেই সাথে বিএনপি জামায়াত সরকারের বিগত দিনের জ্বালাও পোড়াও অরাজকতা পরিস্থিতির বর্ণনা উঠে আসে আলোচনায়। কোন প্রকার নাশকতা ছাড়াই দিনব্যাপী শান্তি পূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত