ঘরের সামনে দেয়াল দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ

| আপডেট :  ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪১  | প্রকাশিত :  ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪১

নিজস্ব প্রতিবেদকঃ বাড়ির উঠানে বসত ঘরের সামনে দেয়াল তৈরি এক মরহুম মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আর এ কারণে অসহায় হয়ে ১৫ সদস্যের মুক্তিযোদ্ধার পরিবার মানবেতর জীবনযাপন করছে।

সরেজমিনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর গ্রামের সেলিম মেম্বার বাড়ী’র মরহুম বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের ছেলে আবুল কাশেম নবাবপুর মৌজার ৪৪৯ নং খতিয়ানভুক্ত ১৪৪ নং দাগের ২৮.৫০ শতাংশ বাড়ি রকম ভূমি দলিল মুলে মালিক ও দখলকার থাকিয়া ইহাতে বসত বাড়ী নির্মাণ করে দীর্ঘদিন যাবত পরিবার পরিজন নিয়ে বসত করিয়া আসিতেছেন কিন্তু সম্প্রতি তাদের পার্শ্ববর্তী কিছু ভুমিখেকু ও পরধনলোভী প্রভাবশালী লোক গায়ের জোরে প্রভাব খাটিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইটের দেয়াল তৈরি করে জিম্মি করে রেখেছেন ১৫ সদস্যের মুক্তিযোদ্ধার পরিবারকে।

এ ব্যাপারে সোনা গাজী মডেল থানায় আবুল কাশেম বাদী হয়ে গত ৬/১১/২০২২ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ৩১৭।

এদিকে জায়গার মালিক ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের ছেলে আবুল কাশেম কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান যে, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের ১৫ জন মানুষ আজ গৃহ বন্দী,নিজ দেশে পরবাসের মতো,থানা পুলিশ ও আদালতের নির্দেশনা অমান্য করে রুহুল আমিন এর ছেলেরা আমাদের বসত ঘরের সামনে প্রাচীর তৈরি করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে, ফলে মহিলা ও ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা প্রায় গৃহবন্দী। এই পত্রিকার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন, একটি মুক্তিযোদ্ধার পরিবারকে অবরুদ্ধ অবস্থা থেকে বাঁচাতে আপনার সহযোগী আজ বড়ই প্রয়োজন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত