চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিকের মায়ের কুলখানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

| আপডেট :  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৮  | প্রকাশিত :  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৮

সুমন হোসেন, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ৯নং মথরাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিকের মা হাবিবা মল্লিকের কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪শে ফেব্রুয়ারি) বাদ জুমা মরহুমার রুহের মাগফিরাত কামনা কল্পে পরিবারের পক্ষ থেকে নিজ বাড়ি পীরহাটিতে দোয়া মিলাদ মাহফিল কুরআন খতম ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, স্থানীয় মসজিদের খতিব নজরুল ইসলাম ও সমাজের বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ এবং নিকট আত্মীয় স্বজন।

জানা যায়, গত ১৬ই জানুয়ারি সোমবার রাতে বার্ধক্য জনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০) বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ধুনট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত