সোনারগাঁয়ে ছুটির দিনে ও ঘুড়ি খেলার আয়োজন
আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: ঘুড়ি,নাটাই,সুতা নাম শুনলেই যেন হারিয়ে যাই সেই পুরনো রঙিন দিনে, কার না ভালো লাগে ছেলে বেলায় ফিরে যেতে, যুগ যুগ ধরে চলে আসা বিপন্ন বিলুপ্তির পথে এই ঘুড়ি খেলা এখন সাধারণত কমই হয়ে থাকে তাই ছুটির দিন শুক্রবার হলেই সোনারগাঁয়ের তরুনরা নাটাই ঘুড়ি সুতা নিয়েই ঘুড়ি উৎসব মেতে ওঠছে,
শুক্রবার ২৫ শে ফেব্রয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মোগড়াপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় ছোট ও বড় দুই দলে বিভক্ত হয়ে ঘুড়ি খেলার আয়োজন করেন।
জাহিদ হাসান নিলয়, আশিকুর রহমান, শাওন ও শান্ত” র পরিচালনায়,
উক্ত ঘুড়ি উৎসব প্রতিযোগীতায় রুপ নেয় লাল দল বনাম কালো দল অংশ নেন প্রত্যোক দলে ১০ টি নাটাই করে অংশ গ্রহন করেন।
দিনভর ঘুড়ি উড়িয়ে সন্ধ্যায় বিভিন্ন আয়োজনে সবাই আনন্দে মেতে ওঠেন।
বাহারি রঙের কাগজ, পলিব্যাগ ও বাঁশের অংশবিশেষ দিয়ে তৈরি হয় এসব ঘুড়ি। সঙ্গে থাকে বাহারি রঙের নাটাই।
এসময় পায়রা উড়িয়ে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান রক্সি, ও আবির আহমেদ খেলাটির উদ্ভোধন করেন ও উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত