দুমকির মুরাদিয়া সেবকলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

| আপডেট :  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৬  | প্রকাশিত :  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮

সিফাত হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: সেবা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীস্বেচ্ছাসেবকলীগ, মুরাদিয়া ইউনিয়ন শাখার পূনাঙ্গ কমিটি অনুমোদন দেওয়াই নবগঠিত

কমিটির উদ্দ্যেগে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার সময় ২ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ আনন্দ মিছিলটি বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে ব্রীজ ও পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

এরপরে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরু হয়, এতে সভাতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তুষার শরীফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকী উপজেলা আওয়ামী লীগের ১ নং সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলিগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন আর রশিদ চাকলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, মুরাদিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এস এম হাসান মাহমুদ , ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. সাইদুল ইসলাম মৃধা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক মো. সিফাত হোসেন।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি মো. মিজানুর রহমান শিকদার, পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. তুষার শরীফ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত