ইংল্যান্ডের কাছে যে কারণে হারল বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পারল না বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে না পারা বাংলাদেশ শেষ পর্যন্ত বোলারদের কল্যাণে লড়াই করলেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি। সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে সফরকারীরা।
বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। এক পর্যায়ে ১০৩ রানে ৫ উইকেটও হারায় দলটি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মঈন আলীকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে দেন ডেভিড মালান। আর তখনই ম্যাচটা ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় আবার আশা জাগান মিরাজ। মঈন আলীকে আউট করে স্বস্তি ফেরান তিনি।
তবে এক প্রান্ত আগলে রাখেন ডেভিড মালান। মাথা ঠাণ্ডা রেখে দুর্দান্ত এক শতক তুলে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশের পরাজয়ের পেছনে মূল ভূমিকা রেখেছে ব্যাটিং ব্যর্থতা, সাকিবের ব্যর্থতা ও ইংল্যান্ডের মালানের শতক।
ব্যাটিং ব্যর্থতা: বাংলাদেশের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে হলে বড় স্কোর করার বিকল্প নেই। কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিশেষ করে মুশফিক, সাকিব, আফিফ, মিরাজের মতো ক্রিকেটাররা ব্যাট হাতে বড় কোনো ভূমিকা রাখতে না পারায় চাপে পড়ে বাংলাদেশ। মিরপুরের উইকেটে ব্যাটারদের কল্যাণে বাংলাদেশ যদি ২৭০-২৮০ রান তুলতে পারতো তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা বেড়ে যেত অনেক।
সাকিবের ব্যর্থতা: ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে সাকিব থেকে আরও ভালো পারফরম্যান্সই প্রত্যাশা ছিল সকলের। কিন্তু এদিন ব্যাটিং এবং বোলিংয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ব্যাটিংয়ে নেমে ১২ বলে ৮ রান করে মঈন আলীর শিকার হন তিনি। সাকিব এদিন দায়িত্বশীল ব্যাটিং করতে পারলে দলের রান আরও কিছুটা হলেও বাড়তো। ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাকিব এদিন বল হাতেও অনেকটা নিষ্প্রভ ছিলেন। ১০ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে কেবল এক উইকেট লাভ করেন তিনি। অথচ, এমন ম্যাচে সাকিবের কাছ থেকে আরও ভালো বোলিং এবং ব্যাটিংয়েরই আশা করেছিল সবাই।
মালানের শতক: অল্প পুঁজি নিয়েও ম্যাচে দুর্দান্ত লড়েছে বাংলাদেশ। তবে, বাংলাদেশকে একাই হারিয়ে দেন মালান। একপ্রান্ত আগলে রেখে নিজের শতকই শুধু অর্জন করেননি তিনি, দলকে জয়ের বন্দরেও নিয়ে যান এই ইংলিশ ক্রিকেটার। বাংলাদেশের পরাজয়ের পেছনে এই মালানের ভূমিকাও অনেক। মালানকে দ্রুত ফেরাতে পারলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি থাকতো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত