সোনারগাঁয়ে হতদরিদ্র ও দুস্থদের মাঝে ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ
আল আমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ: বাংলাদেশ-ক্ষুদা হবে নিরুদ্দেশ” শ্লোগানকে সামনে রেখে, সোনারগাঁয়ে উপকার ভোগী হতদরিদ্র ও দুস্থদের মাঝে ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ২০২৩-২০২৪ চক্রের ৯৬ জন উপকার ভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এবিষয়ে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, খাদ্য নিরাপত্তাহীনতার বিভিন্ন স্তরের উপর ভিত্তি করে বাংলাদেশের উপজেলাগুলোকে খুব বেশি খাদ্য নিরাপত্তাহীন, বেশি খাদ্য নিরাপত্তাহীন, মাঝারি খাদ্য নিরাপত্তাহীন এবং কম খাদ্য নিরাপত্তাহীন এমন চারটি ভাগে ভাগ করা হয়।
ইউপি সদস্যগণ প্রাথমিক তালিকা প্রণয়ন করেন। ইউনিয়নের নির্বাচিত তিনজন মহিলা সদস্য ওই ইউনিয়নের মোট বরাদ্দকৃত কার্ডের ৫০% এর প্রাথমিক তালিকা প্রণয়ন করেন।
নয়টি সাধারণ আসনের পুরুষ সদস্য বাকি ৫০% কার্ডের প্রাথমিক তালিকা চেয়ারম্যানের পরামর্শক্রমে তৈরি করেন। ইউপি ভিজিডি কমিটি প্রাথমিক তালিকা পর্যালোচনার পর চূড়ান্ত করে ইউএনও’র নিকট দাখিল করা হয়
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা যৌথভাবে সঠিকতা যাচাই করেন।
দুঃস্থ মহিলাদের মধ্য থেকে ভিজিডি মহিলা নির্বাচন করা হয় যারা: (ক) পরিবার প্রধান (খ) বিধবা/স্বামীর নিকট থেকে বিচ্ছিন্ন/স্বামী পরিত্যক্তা / তালাকপ্রাপ্তা (গ) অসুস্থ কর্মক্ষমতাহীন পঙ্গু স্বামীর স্ত্রী।
পূর্বের ভিজিডি কার্ডধারিণী কোন মহিলাকে নতুন করে নির্বাচন করা যায় না। একটি পরিবার মাত্র একটি ভিজিডি কার্ড পায় বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব জাহিদুর রহমান ১ নং ওয়ার্ড মেম্বার শিপন সরকার, ৭ নং ওয়ার্ড মেম্বার মানিক মিয়া,৫ নং ওয়ার্ড মেম্বার মামুন,১,২,৩ মহিলা ওয়ার্ড মেমবার রহিমা বেগম,৭,৮,৯ নং মহিলা ওয়ার্ড মেম্বার নাসিমা আক্তার, নুরে আলম সিদ্ধিক,ইউনিয়নের উদ্যোক্তা বৃন্দ সিফাত, সনজিৎ,লিয়ন, সেজান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত