সোনারগাঁয়ের চর সফিখায় মাটির রাস্তা নির্মাণের উদ্ভোধন করলেন চেয়ারম্যান বাবু

| আপডেট :  ০৬ মার্চ ২০২৩, ০৪:০০  | প্রকাশিত :  ০৬ মার্চ ২০২৩, ০৪:০০

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের চর সফিখা এলাকায় মাটির রাস্তা নির্মাণকাজের উদ্ভোধন করা হয়।

৬ মার্চ (সোমবার) সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর সফিখা এলাকায় মাটির রাস্তা নির্মান কাজের উদ্ভোধন করেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, রাস্তা নির্মাণ বিষয়ে চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন- এলাকাবাসীর চলাচলের জন্য কোন রাস্তা না থাকায় প্রায় ৩০০ ফুটের এ রাস্তা টি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দেখা যায়, অনেক সময় দাফন কাফন করে লাশ নেওয়ার সময় রাস্তার জন্য লাশ বাহির করতে সমস্যা হয়।

ঈদগাহ ও কবরস্থানে মানুষের যাতায়াত এখন সহজ হবে এই রাস্তা নির্মাণ কাজের মাধ্যমে তিনি আরও বলেন, ৫ নং ওয়ার্ডের বহুবছরের দাবিটি পুরন হলো এ রাস্তা নির্মানের মধ্যে দিয়ে, যাতায়াতের রাস্তা নির্মাণ কাজ শুরু হওয়ায় বেশ উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ।

এলাকার কয়েকজন জমিদাতা বলেন, বর্ষা মৌসুমে হাটুপানি ভেঙে তিন কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে কবরস্থানে আসা মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থে ও পরকালে নাজাতে উসিলা হতে রাস্তা নির্মাণের জন্য জমি দিতে পেরে আত্মিক প্রশান্তির নিশ্বাস ছেড়েছি।

রাস্তা নির্মাণ কাজের দুই উদ্যোক্তা ৫ নং ওয়ার্ড মেম্বার মামুন জানান পূর্বে স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় রাস্তাটি নির্মান করার প্রতিশ্রতি দিয়েও কেউ কথা রাখেনি। দীর্ঘদিন জনপ্রতিনিধিদের কাছে চেষ্টা তদবির করেও কোন ফল না পেয়ে অবশেষে তাদের আশায় না থেকে স্থানীয় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর উদ্যোগে শুরু করেছি রাস্তার কাজ। তবে কাজ শুরু করার আগে জমিদাতা ও এলাকার কিছু স্বার্থবাদী মানুষকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের। এখন সবার সহযোগিতা পেয়ে অনেক ভালো লাগছে। ভবিষ্যতে আরও অনেক সামাজিক কাজে অংশ নিতে চাই আমরা।

এই রাস্তাটি নির্মাণে শুধু গোরস্তান বা ঈদগাহ মাঠে যাতায়াতের সুবিধা ছাড়াও মাঠের ধান-চালসহ বিভিন্ন কৃষিপণ্য ও মালামাল পরিবহনে কৃষকের যে অসহনীয় দুর্ভোগ পোহাতে হতো তা লাঘব হবে।

অনেক সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড মেম্বার মামুন,উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্ধিক,১ নং ওয়ার্ড মেম্বার শিপন সরকার, জাহিদুল ইসলাম, শামিম আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত