কালকিনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন
রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুর কালকিনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন করলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ মার্চ) জাতীয় শিশু দিবস -২০২৩ উপলক্ষে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি বিশেষ অতিথি ছিলেন, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংগৃহীত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী ও কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজমান শাহীন, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ সরদার, কালকিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মো. শহিদুল ইসলাম, কালকিনি উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস, কালকিনি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আওলাত মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক মিধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল সরদার, কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা, কালকিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসার হামিদা খাতুন, কালকিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বেপারী, কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সাধারণ সম্পাদক শাহিন ফকির, কালকিনি উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসনাহেনা, মুক্তি পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডলি রহমান স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ আরও অনেকে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত